শনিবার, নভেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাশকতারোধে টাঙ্গাইলে ৩ রেল স্টেশনে সিসি ক্যামেরা

নাশকতারোধে টাঙ্গাইলে ৩ রেল স্টেশনে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক: নাশকতারোধে টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্টেশনগুলো হচ্ছে- বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন, টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন ও মির্জাপুর রেল স্টেশন।

এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন রেল স্টেশনগুলো পুলিশ সদস্য মোতায়েনসহ রেল লাইনের নিরাপত্তায় আনসার নিয়োগ করা হয়েছে। তারা সার্বক্ষণিক রেল লাইন দেখভাল করে আসছেন।

সম্প্রতি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালীন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনে আগুন লাগার ঘটনায় এই সিসি ক্যামেরাগুলা স্থাপন করা হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, নাশকতারোধে জননিরাপত্তার জন্য সম্প্রতি টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -