নিজস্ব প্রতিবেদক: নাশকতারোধে টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্টেশনগুলো হচ্ছে- বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন, টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন ও মির্জাপুর রেল স্টেশন।
এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন রেল স্টেশনগুলো পুলিশ সদস্য মোতায়েনসহ রেল লাইনের নিরাপত্তায় আনসার নিয়োগ করা হয়েছে। তারা সার্বক্ষণিক রেল লাইন দেখভাল করে আসছেন।
সম্প্রতি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালীন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনে আগুন লাগার ঘটনায় এই সিসি ক্যামেরাগুলা স্থাপন করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, নাশকতারোধে জননিরাপত্তার জন্য সম্প্রতি টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করে রেলওয়ে কর্তৃপক্ষ।