শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeবিনোদননিঃশব্দ রজনী ---এম সাইফুল ইসলাম শাফলু

নিঃশব্দ রজনী —এম সাইফুল ইসলাম শাফলু

নিঃশব্দ রজনী
—এম সাইফুল ইসলাম শাফলু (সাংবাদিক-দৈনিক যুগান্তর)

ঘুমহীন নিঃশব্দ রজনী
গভীর নিদ্রাহীন নিদ্রাচ্ছন্ন আধাঁর রজনী
বাইরে নগ্ন বাতাসের ওড়োওড়ি
মলটহীন ডায়েরীর পাতায়
স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের লেখার ছড়ি
কখনো রচিত গ্রাম বাঙলা
কখনো ধর্ষিতার আর্তনাদ
কখনো বা বিমর্ষ চোখ
ঠোঁটফাটা হাসির নীরব সংকেত
কখনো ফুলের স্নিগ্ধতায় প্রজাপ্রতির ঝাক
আবার কখনো রচিত শুকুনের নৃত্য
রাত কাটে ঘুমহীন
জেগে জেগে সহস্র রজনী
নিঃশব্দ রজনীতে ডায়েরির পাতায় পাতায় লিখেছি
জীবনের সকল পংক্তি।
কখনো জোনাকী রাতে অঝোড় বৃষ্টিতে
ভিজেয়েছি আমাকে
কাটিয়েছি চাঁদের জোৎস্নার ভালবাসায়
বহু নিঃশব্দ রজনী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -