নিউজ ক্রাইম বার্তা এজেন্সির
একটি নিউজের তীব্র প্রতিবাদ
গত ২ নভেম্বর অনলাইন সংবাদ মাধ্যম“নিউজ ক্রাইম বার্তা এজেন্সিতে “সখীপুরে মাদক ব্যবসায়ী সাবাস খাঁনের খুঁটির জোর কোথায়” শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণই মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। মূলত সমাজের কাছে ব্যক্তিত্ব সম্পন্ন বিশিষ্ট ব্যবসায়ী সাবাস খানকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যেই এই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি মাকছুদুল আলম, সাবাস খান ও তাঁর পরিবার, সখীপুর বাজার বণিক সমিতি এবং সখীপুরের সুধিজন।