বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeআন্তর্জাতিকনিজ দেশের হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন

নিজ দেশের হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: চীনের মুসলিম অধ্যুষিত এলাকা জিনজিয়াং প্রদেশে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন।  অস্ট্রেলিয়ার একটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে জিনজিয়াংয়ে মুসলিমদের মসজিদ, কবরস্থান, মাজার ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে।
জানা গেছে, কিছু মসজিদের মিনার এবং গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। তবে এখনও জিনজিংয়াংয়ে প্রায় ১৫ হাজার ৫০০ মসজিদ অক্ষত এবং আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় টিকে আছে বলে উল্লেখ করা হয়েছে।  প্রায় ১৬ হাজার মসজিদ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকার পরিসংখ্যানগত মডেলিংয়ের মাধ্যমে স্যাটেলাইটেপ্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে শতাধিক পবিত্র স্থান ও হাজার হাজার মসজিদ ধ্বংসের প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়ার থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -