সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সংগঠন Come For Road Child(CRC) – MBSTU (সিআরসি মাভাবিপ্রবি) শাখার উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
শুত্রুবার বিকেল ৪ টায় টাংগাইল জেলা পরিষদ লেক পাড় এলাকার ৪৫ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে সিআরসি মাভাবিপ্রবি শাখার ৩০ জনের স্বেচ্ছাসেবক দল বই খাতা কলম ও খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাভাবিপ্রবি শাখার সিআরসি কর্মী সাইফুল মজুমদার, রাহাত শিকদার, রাসেল মাহমুদ, আরিফুর রহমান, রিফাদ আহমেদ, জান্নাত মৌ, তানিয়া রহমান, মাহমুদা মীম, ফয়সাল আহমেদ, সিব্বির রহমান, মিষ্টি মৌ, নিসাত তাসনিম, মকবুলার রহমান মুন্না প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।