নিজস্ব প্রতিবেদক: বিএনপির পর্তুগাল শাখার নতুন আহবায়ক কমিটির পরিচিত সভা ও অভিষেক অনুষ্ঠিত হবে আগামী শনিবার ১১ মে। এদিন বিকাল ৩ টায় বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে হোটেল মুন্ডিয়াল লিসবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে দলটির পর্তুগাল শাখার নতুন কমিটি।
মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় বিএনপির পর্তুগাল শাখার নতুন আহবায়ক কমিটির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিষেক ও পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহিদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন- এম.এ মালিক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- পর্তুগাল বিএনপি, যুক্তরাজ্য ও স্পেন বিএনপি শাখার নেতৃত্ব। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ পর্তুগালে বসবারত সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।