বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরপাটের মোড়ক ব্যবহার না করায় সখীপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাটের মোড়ক ব্যবহার না করায় সখীপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌরশহরে এবং উপজেলার কচুয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বিক্রিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে পৌরশহরের ৮নং ওয়ার্ডের রাইসমিল মালিক মোহাম্মদ নুরুল ইসলামকে ৩ হাজার টাকা, উপজেলার কচুয়া বাজারের মুদি দোকানদার হাফিজ উদ্দিনকে ৫’শ টাকা , মোবারক হোসেনকে ৫’শ টাকা এবং কিতাব আলীকে ৫’শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -