নিউজ টাঙ্গাইল:তাসকিন আহম্মেদের ১ দিন পর এবার বাবা হওয়ার স্বাদ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। আজ রাজধানীর একটি হাসফাতালে ইমরুল জুনিয়র জন্মগ্রহণ করেন।
নিজের ফেজবুক অফিশিয়াল পেজ হতে ছবি প্রকাশ করে ভক্তদের জানিয়েছেন তিনি।
জানা গেছে ইমরুলের স্ত্রী ও জুনিয়র ইমরুল দুজনেই সুস্থ আছেন।
এশিয়া কাপ শেষ করে গতকাল দেশে ফিরেছেন ইমরুল।