সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাপুলিশী বাধায় টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পুলিশী বাধায় টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

পুলিশী বাধার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বের করার সাথে সাথে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, মেহেদী আলিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি সালেহ মো. শাফী ইথেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুবদল নেতা মাহমুদ হাসান, তাতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মমতাজ করিম, শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক আঃ হালিমসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া নৃশংসতার শিকার রোহিঙ্গাদের দেখতে ও ত্রাণ বিতরণে কক্সবাজার গিয়েছিলেন। শান্তিপূর্ণভাবে ত্রাণ বিতরণের শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে ফেনীর মহিপালে পৌছালে বেগম জিয়ার গাড়িবহরে হামলাকারীরা হামলা চালায়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -