নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের পুলিশ সুপার মো.মাহবুব আলম (পিপিএম) এর কাছে ২১ মে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার অনুলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. ওমর ফারুক (বিপ্লব)ও সদস্য সচিব মো. রাশেদ খান মেনন (রাসেল) সহ অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটি থেকে প্রাপ্ত আহবায়ক কমিটির অনুলিপি প্রদান করে।
এসময় পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম) বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি আন্তরিক। মুক্তিযোদ্ধার সন্তানগণ পিতার মত দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের কল্যানে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযেুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ও টাঙ্গাইলকে সুন্দর করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অগ্রনী ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস।