নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২০১৯ সাল থেকেই ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো। যে কারনে দেশের বাজারে পেঁয়াজর দাম বেড়ে আকাশচুম্বী হয়।
তবে অবশেষে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারো রপ্তানি চালুর সিদ্ধান্ত হয়।
জানা যায়, দুই একদিনের মধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা জারি করবে ভারতের ‘ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড’। তারপরই কার্যকর হবে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে । বিষয়টি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম।
চট্টগ্রামের খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস এ বিষয়ে নিউজ টাঙ্গাইলকে বলেন, স্থলবন্দরে থাকা ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। তবে কবে নাগাদ আসবে এখনও বলতে পারছি না। কিন্তু ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরেই খাতুনগঞ্জের বাজার নিম্নমুখি হয়ে পড়েছে। খাতুনগঞ্জের আড়তে মিয়ানমারের পেঁয়াজ বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা, পাকিস্তানের ৬০ টাকা এবং চীনের পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে। দাম আরও কমবে।
অন্যদিকে, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এক অনুষ্ঠানে দেশের পেঁয়াজ উ্যৎপাদন মৌসুমে ভারত থেকে আর পেঁয়াজ আমদানি না করার ঘোষণা দিয়েছিলেন। তবে এই অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহর হলেও ভারত থেকে পেঁয়াজ আসবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।