শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরপোল্ট্রি ব্যবসায় বিশেষ অবদান রাখায়  সন্মাননা পদক পেলেন সখীপুরের সাইফুল

পোল্ট্রি ব্যবসায় বিশেষ অবদান রাখায়  সন্মাননা পদক পেলেন সখীপুরের সাইফুল

ইসমাইল হোসেন: পোল্ট্রি ব্যবসায় বিশেষ অবদান রাখায় সন্মাননা পদক ২০১৭ পেয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা পোল্ট্রি ফার্ম ডিলার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম সজিব। গত সোমবার বাংলাদেশ নাগরিক সেবা সংস্থার আয়োজনে বাংলাদেশ শিল্প কল্যাণ একাডেমিক ভবন হলরুমে এ পদক প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী সাইফুল ইসলামের হাতে পদক তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড.সামসুল হক টুকু এমপি।

জানা যায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম সজিব ১৯৯০ সালের ১৫ আগষ্ট টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছোহরাফ হোসেন মা সালেহা বেগম। সাইফুল ব্যবসার পাশা-পাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করেন। বর্তমানে তাঁর কালিদাস বাজারে মা পোল্ট্রি এন্ড ফিস ফিড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া তিনি লেয়ার ও ব্রয়লার জাতের মুরখি পালন করে উপজেলার মধ্যে দৃটান্তও স্থাপনা করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -