প্রতীক বরাদ্দে পর টাঙ্গাইলে নৌকার প্রার্থী মামুনকে সমর্থন দিলেন মিরন

0
880
ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন। সোমবার জেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মামুনুর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমেদ, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদর উপজেলা পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামিলুর রহমান মিরনকে সাথে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশিদের নেতৃত্বে নৌকার পক্ষে বিশাল শোডাউন বের হয়।
জামিলুর রহমান মিরন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন ও লালন করতে আওয়ামী লীগ করি। ইতিপূর্বে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি পৌর মেয়র হয়েছিলাম। দলের বাইরে গিয়ে কোন নির্বাচন করবো না। সেই জন্য নৌকার প্রার্থী আমার ছোট ভাই মামুন-অর-রশিদকে সমর্থন জানিয়েছি। দল বা কোন নেতা কর্মীর চাপে সরে দাঁড়াইনি। দলকে সম্মান জানিয়ে মামুন অর রশিদের পক্ষে কাজ করবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।