রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন টাঙ্গাইল যৌনপল্লির ৬০০ সদস্য

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন টাঙ্গাইল যৌনপল্লির ৬০০ সদস্য

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল যৌনপল্লির সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের কান্দাপাড়ায় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি এসব সামগ্রী বিতরণ করেন।

এ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যৌনপল্লির ৬০০ জন সদস্যের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়।

চাল পেয়ে খুশি যৌনকর্মী সুমি বেগম। তিনি বলেন, ‘২০ বছর ধরে এই পল্লিতে আছি। করোনার সময় ছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা কখনো সহযোগিতা পাইনি। অনেক সময় না খেয়েও দিন গেছে আমাদের। ডিসি স্যার আজ আমাদের যে সহযোগিতা করলেন তাতে এই পল্লির সবাই অনেক খুশি হয়েছেন।

আমাদের ঈদও ভালো কাটবে।’ ঝর্ণা আক্তার নামের আরেক নারী বলেন, ‘ডিসি স্যার যে আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চাল উপহার দেবেন তা কখনো চিন্তা করিনি। চাল পেয়ে আমার মতো পল্লির সবার অনেক উপকার হলো।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -