শনিবার, নভেম্বর ৯, ২০২৪
Homeদেশের খবরপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ভাসুর!

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ভাসুর!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উপজেলার সাইলগাছ গ্রামে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাসুরের (স্বামীর বড় ভাই) বিরুদ্ধে।

জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ভাসুর কাশেম মিয়ার বয়স ৫০ বছর। কাশেম সাইলগাছ গ্রামের হাজী মগল মিয়ার ছেলে।

স্বামী দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরব প্রবাসী। এদিকে, স্ত্রী দুই ছেলে সন্তান নিয়ে বাড়িতে বসবাস করছেন। ভালোই দিন কাটছিল তাদের। কিন্তু, সোমবার (৬ আগস্ট) মধ্যরাতে যা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক।

ভুক্তভোগী ধর্ষিতা নারী মামলায় উল্লেখ করেন, ১০ বছর ধরে তার স্বামী সৌদি আরব থাকেন। তার দুটি পুত্র সন্তান রয়েছে। ৬ আগস্ট রাত ১টার সময় ভাসুর কাশেম মিয়া তার ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে ভাসুর কাশেম আলী। এ সময় তার সন্তানরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে কাশেমকে আটক করে।

পরে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই আলামিনের নেতৃত্বে একদল পুলিশ রাতেই কাশেম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এর পরদিন মঙ্গলবার (৭ আগস্ট) সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে। ওইদিন বিকেলে কাশেমকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

স্থানীয়রা অবশ্য এ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন কিন্তু নির্যাতিতা এলাকাবাসীর কথা অমান্য করে থানায় মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষককে কারগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -