নিউজ টাঙ্গাইল ডেস্ক :
বাঙলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের নিদৃষ্ট রাগ আশ্রয়ে সুরারোপিত চর্যাগান প্রিয় কবিতারা গ্রুপ এ গাইবে সহজিয়া। আগামিকাল রোববার প্রিয় কবিতারা গ্রুপ আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ঢাকা, শাহবাগ শওকত ওসমান মিলনায়তন হলে চর্যাগানের গ্রন্থিক দল সহজিয়া গাইবে চর্যাগান। সহজিয়ার গ্রুপ প্রধান নাট্যজন আলী হাসান বলেন অনুষ্ঠানে চর্যাসুর স্রষ্টা গবেষক প্রফেসর আলীম মাহমুদ চর্যাপদের উল্লেখিত রাগ আশ্রয়ে যে সুর করেছেন সে সুরেই গাইবে সহজিয়া। অংশ নিচ্ছে ওস্তাত মোশারফ হোসেন, রাখাল রফিক, মোশারফ হোসেন সেতু, সফিকুল ইসলাম, জুলহাস গায়েন ,মিতু,মুমু ।
চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ বলেন এটি বাঙলা ভাষা ও সাহিত্যের একটি শেকড় সন্ধানী কাজ। এই শেকড় সন্ধানী কাজে যারা প্রচার ও প্রকাশের জন্য অংশগ্রহন করছে সে সকল শিল্পী ও আয়োজকদের ধন্যবাদ জানাই।