মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী টাঙ্গাইলে

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী টাঙ্গাইলে

 এম সাইফুল ইসলাম শাফলু:
প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছে লজা বিনতে কামিস (২২) নামের এক মালয়েশিয়ান তরুণী। শুক্রবার ভোরে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তার প্রেমিক মনিরুল ইসলামের সঙ্গে ছুটে আসে টাঙ্গাইলের সখীপুরে। শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয় বলে জানান মনিরুলের পরিবার ।
জানা যায়, ছয় মাস আগে মালয়েশিয়ান যুবতী লজা বিনতে কামিস সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইমান আলীর ছেলে মনিরুল ইসলামের । মনিরুল সখীপুরের সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই প্রেমের টানেই মালয়েশিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী জুলিজা বিনতে কাসিম মনিরুলকে বিয়ে করার প্রস্তাব দেন।

জুলিজা বলেন,এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে তার কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় সে মুগ্ধ। সে আরও জানায়, দেশে ফিরে গিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।
মনিরুল জানায়, আমি জুলিজাকে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বাস করতে পারেনি জুলিজা তার ভালোবাসার টানে বাংলাদেশে আসবে। মনিরুলের মা মনোয়ারা বেগম জানায়, বিদেশী মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি খুশি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -