শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeখেলাধুলাফান্সের জালে মেসি-ডি মারিয়ার তাণ্ডব, ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

ফান্সের জালে মেসি-ডি মারিয়ার তাণ্ডব, ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

অনলাইন থেকে: কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মেসি-ডি মারিয়ার গোলে ফরাসি শিবিরে চলছে আর্জেন্টিনা তাণ্ডব। ফ্রান্সের জালের প্রথম গোল পাঠায় আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন মেসি। পরে ম্যাচের ৩৫ মিনিটে মেসির পাস থেকে গোল করেন ডি মারিয়া। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মাঠে নামে দুদল।

এদিন ম্যাচের শুরুতে আক্রমণে যায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৩ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে একটি সুযোগ তৈরি হয়েছিল। আলভারেজের বাইসাইকেল শটটি ঠেকিয়ে দেন ফরাসি গোল রক্ষক। তবে তার আগেই অফসাইডের বাঁশি বাজান রেফারি। তবে এর দুমিনিট পরই আলভারেজের পাস থেকে মিডফিল্ডার অ্যালিস্তার ডান পায়ের দুর্দান্ত ফ্রি কিক আবারো প্রতিহত করেন হুগো লরিস।

ম্যাচের ১০ মিনিটেই ফরাসি শিবিরে দুটি শট নেয় আর্জেন্টিনা। এর একটি ছিল অনটার্গেট। এরপরই কাউন্টার অ্যাটাকে যায় ফ্রান্স। তবে ফরাসি তারকা এম্বাপ্পের চেষ্টা ব্যর্থ হয় আর্জেন্টাইন রক্ষণভাগে। ম্যাচের ২১ মিনিটে ডি মারিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর এতেই মেসির পায়ে প্রথম সফলতা আসে আর্জেন্টিনার।

এদিকে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার গোল বার বরাবর একটি শটও নিতে পারেনি ফরাসি স্ট্রাইকাররা। অথচ এ সময়ে ৫টি শট নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে মেসির দুর্দান্ত একটি পাসকে গোলে পরিণত করেন ডি মারিয়া।

দুদল যে ফরমেশন নিয়ে মাঠে নেমেছে। দেখে নিন প্রথম লাইন আপ;

আর্জেন্টিনা (৪-৪-২):

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, নাহুয়েল মলিনা, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, আনজেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

ফ্রান্স (৪-২-৩-১): হুগো লরিস (গোলরক্ষক), ডাওট উপমেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, আঁতোয়া গ্রিজম্যান, আদ্রিয়েন রাবিও, অহেলিয়া চুয়ামেনি, জিরুদ, কিলিয়ান এমবাপে, উসমানে দেম্বেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -