গাড়িতে কিংবা তীব্র রোদে ফোন রাখলে অনেক সময় গরম হয়ে যায়। কারো কারো ফোন আবার চার্জ দেওয়ার সময়ও গরম হয়ে যায়। ফোনের জন্য এই ব্যাপারগুলো মোটেও ভালো নয়। আপনার ফোনের ক্ষেত্রে এটি হলে নিচের কৌশলগুলো অবলম্বন করতে পারেন।
১. ফোনের অতিরিক্ত তাপমাত্রা টের পাওয়ার সঙ্গে সঙ্গে অফ করতে হবে। রোদ থেকে সরিয়ে ঠান্ডা স্থানে নিতে হবে।
২. চার্জে থাকলে খুলে ফেলতে হবে। কিছুক্ষণ ফ্রিজের ভেতর রাখতে পারেন। বেশি সময় যেন সেখানে না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।
৩. এ ছাড়া ফ্যানের সামনে অথবা গাড়ির এসিতেও রাখতে পারেন। এর ফলে ফোনের তাপমাত্রা দ্রুত স্বাভাবিক হবে।
৪. ফোনের তাপমাত্রা যদি ভিডিও দেখতে দেখতে কিংবা গেম খেলতে খেলতে বেড়ে যায়, তাহলে সেগুলো বন্ধ করতে হবে। ফোনের ব্রাইটনেস কমাতে হবে।
৫. এসবের বাইরে ফোন যদি নিয়মিত গরম হতে থাকে, তাহলে বুঝতে হবে অন্য সমস্যা আছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। আশার কথা হল, ফোন গরম হলেও স্থায়ী ক্ষতি অত সহজে হয় না। তাই দ্রুততম সময়ে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনতে পারলে ক্ষতি এড়ানো যায়।
৬. ফোন রোদে কিংবা গাড়িতে ফেলে রাখবেন না। গেম কিংবা একটানা ভিডিও দেখার সময় বিরতি দেবেন। ভিডিও দেখার সময়, গেম খেলার সময় চার্জে দেবেন না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।