আমির হোসেন আমু। ফাইল ছবি

বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা, তা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

৮ এপ্রিল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা চত্বরে ’শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসায় আমুল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। মানুষকে এনজিও থেকে সুদে ঋণ নেয়া থেকে রক্ষা করেছেন।

অনুষ্ঠিানে শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান প্রমুখ।