বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৪০ লাখ টাকার টোল আদায়, বেড়েছে যানবাহন

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৪০ লাখ টাকার টোল আদায়, বেড়েছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। এনিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনার নদীর নির্মিত বঙ্গবন্ধু সেতু গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়।

তারমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা এবং সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদকে সামনে রেখে প্রতিনিয়তই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারমধ্যে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। তবে, স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -