শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়, বাড়ছে যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়, বাড়ছে যানবাহন পারাপার

নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১২ টা থেকে সোমবার (১০ জুন) রাহ ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয় ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

তারমধ্যে টাঙ্গাইল অংশে সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে ১২ হাজার ৯৯০টি পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩ টি যানবাহন পারাপার করে। আর টোল হয় ১ কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান- প্রতিদিনই যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঈদযাত্রায় সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেলক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। গতবারের মতো এবারো ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -