নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত বছরের ঈদের তুলনায় এবছর দুই কোটি ২৯ লাখের উপরে টোল আদায় করে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের পরিমান বেশি থাকায় গত ৩২ ঘন্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৫২৭টি ছোট বড় যানবাহন চলাচল করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২কোটি ২৯ লাখের উপর। এই সময়ে ছোট-বড় মিলিয়ে পরিবহণের সংখ্যা ছিল ৩২ হাজার ৫২৭টি। আবার মঙ্গলবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতু দিয়ে পরিবহন পারাপাড় হয়েছে ১০ হাজার ১৭৫টি। আর টোল আদায় হয়েছে ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে গত ৩২ ঘন্টায় ৪২ হাজার ৭০২টি পরিবহন সেতু পার হয়েছে। যা টোল আদায়ের পরিমাণ তিন কোটি টাকা।
তবে এবছর সেতু পারাপাড়ে ট্রাকের সংখ্যা ছিল বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। যা গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায় বেড়েছে। মহাসড়কে পরিবহন বেশি থাকায় টোল আদায় বেড়েছে। তবে মহাসড়কে ট্রাকের সংখ্যা ছিল বেশি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করা হচ্ছে। এর আগে চলতি বছরের গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।
বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩জুন শুভ উদ্বোধন করে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।