শনিবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩২ নং ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের এস.এস.সি ২০০৪ ও এইচ.এস.সি ২০০৬ সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সেমাই, দুধ, সেলাইন,ম্যাচ ও মোমবাতি বিতরণ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন অতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদানের মাধ্যমেও সাহায্য করা হয়। এসময় সাবেক শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, ইমন রহমান, ইশরাত দৌলা ইমা, আসাদুজ্জামান রুবেল, জেরিন পিউ, কবির মাসুদ, জাহেদ আকরাম পলেন, রাজেশ সরকার, সজিব, রসুলসহ আরোও অনেকে। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ইমন রহমান জানান, আমরা এস.এস.সি ২০০৪ ও এইচ.এস.সি ২০০৬ ব্যাচের ময়মনসিংহের বন্ধুরা মিলে পূর্বের ন্যায় এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ্য দূর্দষা লাঘবের সামান্য চেষ্টা করেছি। এর আগেও আমরা, বিভিন্ন সময় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করেছি। এসময় তিনি এই ব্যাচ কমিউনিটির আহবায়ক, এডমিন প্যানেল ও সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞ্যাপন করে বলেন, সকল বন্ধুদের সহযোগিতার মাধ্যমে এমন একটি মহৎ উদ্যোগ আমরা সফল করতে পেরেছি । আশা করি আগামীতেও সমাজের উন্নয়নে বিভিন্ন কাজে আমাদের ব্যাচের সকলেই ঐক্যবদ্ধ থেকে কাজ করবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।