বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাবন্যার পানি কমায় দেখা দিয়েছে নদী ভাঙন

বন্যার পানি কমায় দেখা দিয়েছে নদী ভাঙন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো যমুনা নদীর পানি নলিন অংশে বিপদসীমার ৭৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙন শুরু হয়েছে। জেলার ভূঞাপুর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে মানবেতর জীবন যাপন করছেন ভাঙন কবলিতরা। এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা পায়নি কেউ।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা, গবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই চরকুঠি বয়রা, চুকাই নগর, গুলিপেচা, তারাই বল রামপুরসহ প্রায় ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও শতশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিদিনই একের পর এক নতুন পরিবার গৃহহীন হয়ে পড়ছে। বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। এসব ভাঙন কবলিত মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -