মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeআন্তর্জাতিকবাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করলেন চীনের বিশেষজ্ঞ দল

বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করলেন চীনের বিশেষজ্ঞ দল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ সফররত চীনের বিশেষজ্ঞ দল দেশের করোনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তারা জনগণের মধ্যে সচেতনতার অভাব, কম নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম দেখে হতাশার কথা জানিয়েছেন।

চীনের বিশেষজ্ঞ দলের সদস্যরা বলেছেন, ‌’করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। খুবই কম নমুনা পরীক্ষাও। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন।’

রোববার (২১ জুন) এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। আলোচনাটি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, সফর শেষ করে আগামীকাল বিশেষজ্ঞ দলটি চীনে ফিরে যাবে। এর আগে, বাংলাদেশকে সহযোগিতার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত ৮ জুন ঢাকায় আসে। দলের নেতৃত্বে আছেন ডা. লি ওয়েনশিউ। প্রতিনিধি দলটিতে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -