মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশ আমাদের আবার ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে : মাসাকাদজা

বাংলাদেশ আমাদের আবার ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে : মাসাকাদজা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরেছে বাংলাদেশ দল। এবার আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৩ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

এই সিরিজে নামার আগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আইসিসির নিষেধাজ্ঞার মধ্যেই আছে জিম্বাবুয়ে। কিন্তু তাদের নিয়েই বাংলাদেশ সিরিজ আয়োজন করেছে।

মাসাকাদজা বলেন, আমাদেরকে বাংলাদেশ অনেক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। আমরা বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের আবার ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে। আমরা সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আবার খেলতে যাচ্ছি। আবার মাঠে নামতে, খেলতে মুখিয়ে আছি আমরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -