আগামী বিপিএলের পরেই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সিরিজের সফরসূচি। সফরটিতে সফরকারীরা খেলবে ৩ টি ওডিআই ও ৩টি টেস্ট।
তৃতীয়বারের মতো বাংলাদেশ ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
ওডিআই সিরিজঃ
১ম ওডিআই, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ম্যাকলিন
২য় ওডিআই, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ক্রাইস্টচার্চ
৩য় ওডিআই, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ওটাগো
টেস্ট সিরিজঃ
১ম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, সেডন পার্ক
২য় টেস্ট, ৮ মার্চ ২০১৯, ওয়েলিংটন
৩য় টেস্ট, ১৬ মার্চ ২০১৯, ক্রাইস্টচার্চ
প্রসঙ্গত, সেডন পার্কের ১ম টেস্ট ম্যাচটি পিংক বলের অর্থাৎ দিবারাত্রির আয়োজন করতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিবির অসম্মতিতে সেটা হয়নি। লাল বলেই টেস্ট খেলা হবে।