বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এর নির্দেশক্রমে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন সাক্ষরিত এক চিঠিতে টাঙ্গাইল জেলায় পূর্বের সকল কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত ওই কমিটিতে মো. ওমর ফারুক (বিপ্লব)কে আহবায়ক ও মো. রাশেদ খান মেনন (রাসেল)কে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, “মু্ক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” কেন্দ্রীয় কমিটির আহবায়ক শেখ আতিকুর রহমান বাবু ও সদস্য সচিব মাহবুবুল ইসলাম প্রিন্স ১৬ এপ্রিল রবিবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল অফিসে ওই কমিটি টাঙ্গাইল জেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করে।
সেই সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার’সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করে।
কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন “মু্ক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেনিগার হাসান তন্ময়, মো. শাজাহান মিয়া’সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও নবগঠিত টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।