বাংলা ২য় পত্র অসুদ উপায়ে পরীক্ষা দেয়ায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

0
142

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচ.এস.সি বাংলা ২য় পত্র অসুদউপায়ে পরীক্ষা দেয়ায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার (০৩ এপ্রিল) উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে একজন, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে মোবাইলে হেডফোনের মাধ্যমে নকল করার কারণে একজন এবং শহীদ জিয়া মহিলা কলেজ ভেন্যু থেকে এক জনকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, উপজেলার তিনটি ভেন্যুতে বাংলা ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।