নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের যমুনা নদীর মধ্যঞ্চলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে গত শনিবার রুলীপাড়া, রাজাপুর, সাতদরা, জগৎকুড়া, কালিপুরসহ মোট দশটি গ্রামের বন্যাদুর্গত এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ফেসবুক ভিত্তিক “বাউল মেলা” অনলাইন গ্রুপের উদ্যোগে বাংলাদেশের বাহিরে থাকা দশ প্রবাসি ত্রাণ বিতরণ করছে। এতে ছিল মুড়ি ১কেজি, চিড়া ১কেজি, খেজুরের গুঁড় ১কেজি, প্রাণ পানি ৪লিটার, মোম ২টা, ওর-স্যালাইন ৫টা, ম্যাচ ২টা, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ১পাতা, ফিটকরি ২৫০গ্রাম ও বিস্কুট ১প্যাকেট। এসময় উপস্থিত ছিলেন বাউল মেলার চিফ এডমিন তুহিন খান, গ্রুপ মেম্বার মাজেদুর রহমান টিটু, মামুন, শাওন, আমজাদ ও মনি। ত্রাণ বিতরণ সহযোগিতায় ছিলেন, বিডি২৪ লাইভ ডটকম ও দৈনিক প্রথম ভোর এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শেখ ফরমান, বিনোদ পাখির অভয়ারণ্যের উদ্যোক্তা মনিরুজ্জামান মনির।
বিতরণ সময় চিফ এডমিন তুহিন খান বলেন, বাউল মেলা এটি একটি ফেসবুক ভিত্তিক সংগঠন। এ গ্রুপে মোট ১১জন এডমিন। তার মধ্যে আমি বাংলাদেশী। বাকি দশজন এডমিন প্রবাসি। বাহিরে থাকা প্রবাসিরা দেশের বন্যার পরিস্থিতির বিষয়ে বিভিন্ন মিডিয়া ও নিউজ পোর্টালে দেখে তারা বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণের উদোগ গ্রহন করে।