রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাবা-মা’র কাছে ফিরতে চায় ইলিয়াস

বাবা-মা’র কাছে ফিরতে চায় ইলিয়াস

 

এনায়েত করিম বিজয় (বাসাইল) :
টাঙ্গাইলে ইলিয়াস (১০) নামের এক শিশুকে পাওয়া গেছে। শিশুটি কান্নাবিজরিত কন্ঠে বলেন, আমি বাবা- মায়ের কাছে যাবো, তোমরা আমাকে নিয়ে যাও। কতদিন হয় মা তোমাকে দেখি না, মা তোমাকে বড্ড দেখতে মন চায়।
শিশুটি বলেন, মায়ের সাথে রাগ করে গত ২ মাস আগে বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখন মা’কে দেখতে খুব মন চাচ্ছে। আমি বাড়ি যাবো।
শিশুটি আরো জানান, তার বাবা- মৃত সৈয়দ আলম, মায়ের নাম খালেদা বেগম। নানা-বদির আলম, মামা- গিয়াস।
গ্রাম: সবুজপাড়া, ইউনিয়ন: বড়ইতলী, থানা: চকোরিয়া, জেলা কক্সবাজার।
জানা যায়, গত ১১ জুলাই কালিহাতী থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে ডিউটি করার সময় শিশুটিকে পায়। পরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে গত ১২ জুলাই “সরকারি শিশু পরিবার বালক” টাঙ্গাইলে রাখা হয়।
তার পরিবারের সন্ধান পেলে নি¤œ ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা হলো।
সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইলের উপ-তত্বাবধায়ক- হারুনুর রশিদ। মোবাইল-০১৭৩৪ ৫১০২১২।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -