সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরবাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল না মাদরাসা ছাত্রী বিউটি

বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল না মাদরাসা ছাত্রী বিউটি

সখীপুর সংবাদদাতা : বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাধ জেনেও বাল্য বিবাহের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। বাল্য বিবাহের হাত থেকে এবার রক্ষা পেলনা দিঘীরচালা মাদরাসার ৮ শ্রেণি পড়ুয়া বিউটি (১৩)।

জানা গেছে, উপজেলার কাকরাজান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রবাসী বাবলু মিয়ার মেয়ে ১৪ ফেব্রুয়ারি বাল্য বিবাহ চলছিল উপজেলা প্রশাসন খবর পেয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন। এরপর পরের দিন ১৫ ফেব্রুয়ারি গোপনে গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য জয়নালের সহযোগিতায় বাল্য বিবাহ সম্পন্ন করা হয়।

বাল্য বিবাহের ব্যাপারে দিঘীরচালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল লতিফ বলেন, বিউটি ঠিক মত মাদরাসায় আসছে না। আর আমরা তার বিবাহের ব্যাপারে কিছুই জানিনা।

ইউপি সদস্য জয়নাল বলেন, উপজেলা নির্বাহী অফিসাসের ফোনে বাল্য বিবাহ বন্ধ করেছি পরে হয়েছে কিনা জানি না।

মেয়ের দাদা মুর্তুজ আলীকে বিউটির বাল্য বিবাহ দেওয়ার কথা জানতে চাইলে, তিনি সংবাদদাতাকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের কোন দৃষ্টি না দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -