শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলে বাসে চাকাায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার মায়া হোটেলের সামনে ভূঞাপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকামুখী মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -