শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

বাসাইলের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) আইসড়া উচ্চ বিদ্যালয়ের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। ৪২৯ জন ভোটারের মধ্যে ২৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৬টি ভোট বাতিল করা হয়। নির্বাচনে চারটি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৬নং ব্যালটে ১৬৭ ভোট পেয়ে বাবুল সরকার, ৩নং ব্যালটে ১১৬ ভোট পেয়ে সরোয়ার হোসেন, ১নং ব্যালটে ১০৯ ভোট পেয়ে আয়নাল হক ও ৫নং ব্যালটে ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ৪ ও ৭ নং ব্যালটে যথাক্রমে তাইমুর হোসেন ও সৈয়দ সাইফুল ইসলাম ৭৪ ভোট পেয়ে ৫ম স্থান, ৮নং ব্যালটে হাবিবুল্লাহ পেয়েছেন ৬০ ভোট, ২নং ব্যালটে কামাল পাশা ৫১ ভোট ও ৯নং ব্যালটে হারুন অর রশিদ পেয়েছেন ৩৫ ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -