সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

বাসাইলে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

বাসাইলের কাঞ্চনপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের একটি দোকানে আগুন প্রথমে লাগে। খবর পেয়ে বাসাইল থেকে একটি ইউনিট ও টাঙ্গাইল থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। কিন্তু আর আগেই ওই বাজারের আরও ১০টি দোকান আগুনে পুড়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় প্রায় এক কোটি টকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -