বাসাইল প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান তার নির্বাচনী এলাকার বাসাইলে গণসংযোগ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাসাইল বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ভোটারদের সাথে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু, যুগ্ম আহবায়ক তাহের রাজা খান, উপজেলা যুবদলের সভাপতি শাহানুর রহমান জুয়েলসহ যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।