নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯জনে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে একজন বাসাইল পৌর এলাকার পালপাড়ার বাসিন্দা, একজন মির্জাপুর উপজেলার বাসিন্দা, একজন টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা ও অপর দুইজন কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার বাসিন্দা ওই দুই ব্যক্তি বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী গ্রামের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে তারা গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যান। টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার দুই ব্যক্তিও বাসাইলে বেড়াতে এসেছিলেন। তারাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। পরে আজ বুধবার (১৭ জুন) তাদের নমুনায় করোনা পজিটিভ আসে।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘গত ১০ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ বুধবার ৫জনের নমুনায় করোনা পজিটিভ আসে। এখন উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯জনে। এদের মধ্যে দুইজন রোগী সুস্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪জন অন্য উপজেলার। তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলায় যোগাযোগের চেষ্টা চলছে।