বাসাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
176

 

 

এনায়েত করিম বিজয় :
টাঙ্গাইলের বাসাইলে ৩৪২ পিছ ইয়াবাসহ ইমরুল খান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। সে বাসাইল পৌর এলাকার উত্তর পাড়ার মানিক খানের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণপাড়িল মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ৩৪২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে । র‌্যাব জানায়, ইমরুল দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল।

এ ব্যাপারে বাসাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, টাঙ্গাইল র‌্যাব-১২ ইমরুলকে গ্রেফতার করে বুধবার সন্ধ্যায় বাসাইল থানায় হস্থান্তর করে। পরে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।