শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলবাসাইলে জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলে জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায়  বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম খান।অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিজু।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য আফসানা খানম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে বন্ধ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -