নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার বাসাইল লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বাসাইল লিঙ্ক রোডের সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। এছাড়া এই দুর্ঘটনায় উভয় গাড়ির অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।