শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে ‘ঠিকানা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাসাইলে ‘ঠিকানা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মানুষের জন্যই মানুষ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামে প্রতিষ্ঠিত সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে কলিয়া বটতলা বাজারে এ কম্বল বিতরণ করা হয়। সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জুয়েল সরকার, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -