বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছাসেবী সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে কলিয়া ‘ঠিকানা’র কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ‘ঠিকানা’র চেয়ারম্যান মাসুদুজ্জামান রোমেল, আওয়ামী লীগ নেতা জুয়েল সরকার প্রমুখ উপস্থিত থেকে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
‘ঠিকানা’র চেয়ারম্যান মাসুদুজ্জামান রোমেল বলেন, ‘ঠিকানা’ একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ‘ঠিকানা’ দরিদ্র, অসহায় ও দুস্থ্যদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।