সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলবাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাউড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে বাসাইল পৌরসভা কার্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু। বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউন্সিলর হাফিজুর রহমান, রফিকুল ইসলাম রিপন, নবীনুর রহমান খান, রাসেল খানশূর, জাকির হোসেন, প্রিন্স মাহমুদ, আরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মামনী আক্তার, মেরিন সিদ্দিকা, রোকসানা আক্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, নাটাব-এর প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি শিশির সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন

নটাবের সহযোগি সংগঠন বাসাইল ব্লাড ডোনেশন ক্লাব।

অনুষ্ঠানে ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং ক্রনিক ব্রঙ্কাইটিস হয়। ধূমপান যক্ষ্মা, চোখের কিছু  রোগসহ বিভিন্ন ক্ষতিকরদিক তুলে ধরেন অতিথিরা। তামাক নিয়ন্ত্রণে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মেয়র রাহাত হাসান টিপু।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -