নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই শিক্ষকরা আর কোন পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।