সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বাসাইলে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই শিক্ষকরা আর কোন পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -