এনায়েত করিম বিজয়:
মাটি দিয়ে গড়া হয়েছে প্রতিমা। এখন পুরোদমে চলছে রংতুলির আঁচরে শিল্পনৈপুণ্য ফুটিয়ে তোলার কাজ। ইতোমধ্যই অনেক মন্ডপেই প্রতিমার গায়ে পড়েছে শেষ তুলির আঁচর। সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ক’দিন বাকি। এর জন্য প্রস্তুত করা হচ্ছে বাসাইল উপজেলায় ৫৪টি মন্ডপ।
জানা যায়, আগামী ২৫ সেপ্টেম্বর শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হবে ছয় দিনের শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ৩০ সেপ্টেম্বর সিন্দুর উৎসব দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়াদশমীর মাধ্যমে এবারে দুর্গাপূজার কার্যক্রম শেষ হবে।
উপজেলার এবার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলায় এবার ১৭টি মন্ডপ ঝুকিপূর্ণ ধরা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৫টি, কাউলজানী ইউনিয়নে ২টি, ফুলকীতে ১টি, হাবলাতে ৪টি, কাশিল ইউনিয়নে ৫টি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন বলেন, ইতোমধ্যই অনেক মন্ডপেই প্রতিমার গায়ে পড়েছে শেষ তুলির আঁচর। এবার ৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭টি মন্ডপ ঝুকিপূর্ণ ধরা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি থাকার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা করছি।
বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খান বলেন, পূজা মন্ডপগুলোতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার, গ্রাম পুলিশ, ও পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর পাশাপাশি র্যাব টহলও অব্যাহত থাকবে।