নিজস্ব প্রতিনিধি: নদীপথে বনভোজনের জন্য টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে দুইটি লঞ্চ উদ্বোধন করা হয়েছে। বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না রবিবার (২১ জুলাই) বিকেলে ঝিনাই নদীর নথখোলা এলাকায় এই দুইটি লঞ্চ উদ্বোধন করেন। এসময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রমুখ। এসময় অতিথিদের নতুন লে করে নদীপথে বেশ কিছু সময় ঘুরিয়ে আনা হয়। পরে দোয়া মাহফিল করা হয়।
জানা যায়, নদীপথে পিকনিকের জন্য উপজেলার কাশিলে সেলিম বেগ ও রাকিব খান মিলে ৪৩ হাতের একটি ও ৩৬ হাতের আরেকটি লঞ্চ তৈরি করেছেন। এই লঞ্চ দুইটি ভাড়া দেয়ার জন্য তারা তৈরি করেছেন।
লঞ্চ মালিক সেলিম বেগ বলেন, দুইটি লঞ্চেই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ৪৩ হাতের লঞ্চটিতে টিভি, ফ্রিজ, ফ্যান ও জেনারেটরের সু-ব্যবস্থা রয়েছে। এই লঞ্চে প্রায় ১০০জন লোক পিকনিকে যেতে পারবেন। ৩৬ হাতের লঞ্জটিতে ৫০জন লোক পিকনিকে যাওয়া যাবে। লঞ্চটি ভাড়া নিতে চাইলে যোগাযোগ করতে পারেন- সেলিম-০১৭১৮০৩৪৫৫৪ ও রাকিব- ০১৭১০২৫৯০১২।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।