বাসাইলে নাম পরিচয়হীন এক শিশু পাওয়া গেছে

0
152

 

বাসাইল প্রতিনিধি:
বাসাইলে ৮ থেকে ১০ বছরের এক বুদ্ধি প্রতিবন্দী শিশু পাওয়া গেছে। শিশুটি তার নিজের নাম পরিচয় বলতে পারছে না। তবে কখনো কখনো সে রতন ও বেলাল বলে কারো নাম বলার চেষ্টা করলেও তার সঠিক নাম ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী বাজারে শিশুটি কান্না করতে দেখে স্থানীয়রা তাকে ইউপি চেয়ারম্যান মির্জা রাজিকের কাছে নিয়ে যায়। পরে তিনি শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বরাবর পাঠিয়ে দেন। নির্বাহী অফিসার শিশুটির নাম পরিচয় জানতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে বাসাইল থানায় পাঠিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বলেন, শিশুটি বুদ্ধি প্রতিবন্দী হওয়ায় চেষ্টা করেও তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি, মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে শিশুটির জন্য একটি ব্যবস্থা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।