এনায়েত করিম বিজয় (বাসাইল),
টাঙ্গাইলের বাসাইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২জন আহত হয়েছে। রোববার বিকেলে বাসাইল পৌর এলাকার উত্তর বেপারি পাড়া, পশ্চিমপাড়া, পালপাড়া ও এস আর পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ।
আহতরা হলেন- পৌর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আপেল (৮), সিরাজুল ইসলামের কন্যা সুবর্না ইসলাম (১৫), ছোরহাব আলীর ছেলে মোজাম্মেল হোসেন (৪), যোগেন্দ্র পালের ছেলে লক্ষণ পাল(৬০), তোফাজ্জলের ছেলে সুজন(৩২), তাজুলের ছেলে ফজলু (৪০) শহিদের ছেলে মহর আলী (২০) মানিক পালের কন্যা সোনালী (৮), আজিজের ছেলে মিজান (৫) শুকুরের মেয়ে সাজেদা (৩৫), আলী আকবরের মেয়ে শান্তা (১০) ও আকরামের ছেলে আলম (৪০)। এদের মধ্যে মানিক পালের কন্যা সোনালী (৮) কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে
এদিকে বাসাইল পৌরসভায় কুকুরের কামড়ের ভ্যাকসিন না পেয়ে আহতদের স্বজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার ফার্মেসিগুলোতে ভ্যাকসিন স্বল্পতার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ করেন আহতদের স্বজনরা।
এ ব্যাপারে বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, সরকারি ভ্যাকসিন সরবাহ না থাকায় আমরা তা পৌরবাসিকে দিতে পারছিনা।