এনায়েত করিম বিজয় (বাসাইল) :
বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল থানা সংলগ্ন থানা পুকুরের পানিতে ডুবে সানজিদা নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সানজিদা ওই এলাকার শাহআলমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সানজিদার মা বাসাইল থানায় বাবুর্চির কাজ করছিলেন। এ সময় সানজিদা থানা সংলগ্ন পুকুরের পাশে খেলছিল। এক পর্যায়ে সানজিদা পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির একপর্যায়ে সানজিদার লাশ পুকুরে ভেসে ওঠে। এ ঘটনায় সানজিদার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।